
ছবি: সংগৃহীত
রাজশাহীতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটের রোমাঞ্চকর এক জয় পেয়েছে। এর ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-২ ব্যবধানে সমতায় শেষ হয়েছে। এর আগে একটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছিলো।
২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা মোটেও স্বস্তির ছিল না। উজাইরউল্লাহ নিয়াজাইয়ের নিখুঁত অফস্পিনে একে একে ব্যাটাররা আউট হন, দলের প্রথম চার ব্যাটার মাত্র ৮৭ রানে ফিরে যান। এই বিপর্যয়ের মুহূর্তে তামিম একাই লড়াইয়ে নামেন। ধীরস্থিরতা ও বুদ্ধিমত্তা দিয়ে তিনি শেষ ওভার পর্যন্ত ব্যাট চালিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান।
পঞ্চম উইকেটে ফরিদ হাসানের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে দল কিছুটা স্থিতি ফিরে পেলেও ফরিদের আউট হওয়ার পর পুরো দায়িত্ব আজিজুলের কাঁধে চলে আসে। বাঁহাতি ওপেনার ১১৮ বল খেলে ১০০ রান করেন, মেরেছেন ৭ চার ও ৩ ছক্কা। শেষ মুহূর্তে মাত্র ২ রানের প্রয়োজন থাকতেই আউট হয়ে যান তামিম, কিন্তু তার ইনিংসই বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়।
এর আগে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। ওপেনার ওসমান সাদাত করেছেন ৬৮ রান। অধিনায়ক মাহবুব খানের ব্যাট থেকে আসে ৪০ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সামিউন বসির।
আজিজুল তামিমের এই দুর্দান্ত সেঞ্চুরিই বাংলাদেশকে সিরিজে সমতায় রাখে এবং ম্যাচের নাটকীয় মুহূর্ত তৈরি করে।




























