রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১০ নভেম্বর ২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

পক্ষপাতের দায় নিয়ে সরে দাঁড়ালেন বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধান


BBC-head0fnews-resign

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’ ডকুমেন্টারিতে পক্ষপাতের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি। রোববার পদত্যাগপত্রে তিনি স্বীকার করেন, “সব ভুল আমার” -এ ঘটনায় তিনি দায়িত্ব নিচ্ছেন। একই কারণে পদত্যাগ করেছেন বিবিসির বার্তা বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস। খবর এএফপি ও বিবিসির।

টিম ডেভি এক বিবৃতিতে বলেন, “তথ্যচিত্রে যা হয়েছে, তার দায়ভার মহাপরিচালক হিসেবে আমাকে নিতে হবে।” অপরদিকে টারনেস জানান, “এই ভুলের চূড়ান্ত দায় আমার।”

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ২৮ অক্টোবর প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ বিভ্রান্তিকরভাবে সম্পাদনার অভিযোগ ওঠে। বলা হয়, ভাষণের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয় যাতে মনে হয় তিনি ৬ জানুয়ারি ২০২১-এর ক্যাপিটল হামলায় সমর্থকদের উসকানি দিয়েছেন।

এ নিয়ে ট্রাম্প সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিবিসিকে “শতভাগ ভুয়া সংবাদমাধ্যম” ও “প্রোপাগান্ডা মেশিন” বলে মন্তব্য করেন। এ অভিযোগ উঠে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত সাক্ষাৎকারে।

বিতর্ক আরও তীব্র হয় যখন একটি অভ্যন্তরীণ মেমো ফাঁস হয়। মেমোতে জানানো হয়- মূল ভাষণের বেশ কিছু অংশ বাদ দিয়ে বিভ্রান্তিকর সম্পাদনা করা হয়েছিল। মেমোটির রচয়িতা ও বিবিসির সম্পাদকীয় মানদণ্ড কমিটির উপদেষ্টা মাইকেল প্রেসকট এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগেই পদত্যাগ করেন।

বিবিসির জন্য তথ্যচিত্রটি নির্মাণ করে অক্টোবর ফিল্মস লিমিটেড। গত বছর প্রচারিত ওই ডকুমেন্টারি ছিল—“Trump: A Second Chance?”

ঘটনা প্রসঙ্গে যুক্তরাজ্যের সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যম মন্ত্রী লিসা নন্দী বলেন, ‘প্যানোরামা’কে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা “অত্যন্ত গুরুতর”। তাঁর অভিযোগ- সংবাদ পরিবেশনে বিবিসির বিরুদ্ধে ধারাবাহিকভাবে পক্ষপাতের অভিযোগ উঠছে।