রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ নভেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু


ecuador

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ বন্দি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ২৭ জন শ্বাসরোধে মারা গেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এল ওরো প্রদেশের মাচালা কারাগারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, রোববার বিকেলে শ্বাসরোধে নিহত বন্দিদের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে সকালে সশস্ত্র দাঙ্গায় আরও চারজন নিহত হন এবং বেশ কয়েকজন বন্দি আহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক দল তদন্ত করছে। মাচালার কারাগারটি এর আগেও সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল, যা ইকুয়েডরের কারা ব্যবস্থায় চলমান অস্থিরতার আরেকটি দৃষ্টান্ত।

দেশটির কারাগারগুলো দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের আধিপত্যের লড়াইয়ের কারণে সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর ৩টার দিকে কারাগারের ভেতর থেকে গুলি, বিস্ফোরণ ও চিৎকারের শব্দ শোনা যায়।

দাঙ্গা শুরু হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কারাগারের নিয়ন্ত্রণ নেয়। ঘটনায় একজন পুলিশ সদস্যসহ ৩৩ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরেও একই কারাগারে সশস্ত্র সংঘর্ষে ১৩ বন্দি ও এক কারা কর্মকর্তা নিহত হয়েছিলেন।