
জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী আজ দুপুর ১২টায় ঢাকায় আসার কথা ছিল। তবে ইংল্যান্ডে বিমানবন্দরে দেরি হওয়ায় তিনি প্রথম ফ্লাইট মিস করেন। প্রায় ৫ ঘণ্টা পরে পরবর্তী ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে ফুল দিয়ে স্বাগত জানান বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ। পরে সোনারগাঁও হোটেলে পৌঁছালে তাঁকে আবারও ফুল দিয়ে বরণ করা হয়।
বাফুফে সূত্রে জানা গেছে, লেস্টার সিটির মিডফিল্ডার হামজা নিজেই নতুন টিকিট কেটে পরবর্তী ফ্লাইটে ওঠেন, তাই দেশে আসতে কিছুটা দেরি হয়।
হামজা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন, দুই গোল করেছেন এবং একটিতে সহায়তা দিয়েছেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলবে। ইংল্যান্ড থেকে ঢাকায় আসার মূল কারণই এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেওয়া।
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজার। এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ চার ম্যাচে দুটি ড্র এবং দুটি হারের পর ভারতের বিপক্ষে ম্যাচটি হবে তাদের পঞ্চম ম্যাচ।





























