
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে শুরু হয়েছে।
বৈঠকটি কেন ঐতিহাসিক? কারণ ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর গেলো ৭৯ বছরে এবারই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর করছেন।
বৈঠকে সিরিয়ার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএসআইএল (আইএসআইএস)-বিরোধী জোটে যোগদান, অবশিষ্ট মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রায় ছয় মাস আগে সৌদি আরবে প্রথমবারের মতো ট্রাম্প ও আল-শারার সাক্ষাৎ হয়। এর কয়েকদিন পরই যুক্তরাষ্ট্র সরকার আল-শারার নাম তথাকথিত “সন্ত্রাসী” নিষেধাজ্ঞা তালিকা থেকে প্রত্যাহার করে নেয়।
গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসেন আহমেদ আল-শারা।






























