শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ নভেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
শেয়ার

ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত


PAK

এ হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামাবাদের জি-১১ সেক্টরের জেলা আদালতের প্রবেশমুখে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় আদালত প্রাঙ্গণ জনাকীর্ণ ছিল।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি সাংবাদিকদের বলেন, ‌‘এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে এবং ২৭ জন আহত আছেন। আহতদের চিকিৎসা চলছে, আমাদের টিমগুলো ইতোমধ্যে হাসপাতালে পৌঁছে গেছে এবং সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ভারত-সমর্থিত ও আফগান তালেবান-ঘনিষ্ঠ প্রক্সি সংগঠন ‘ফিতনা-উল-খাওয়ারিজ’ এ হামলা চালিয়েছে। তিনি বলেন, এটি মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এরই একটি শাখা, যা ইসলামাবাদ সরকারের অভিযোগ অনুযায়ী আফগানিস্তানে ভারতীয় সহায়তায় আশ্রয় নিয়ে কার্যক্রম চালায়। তবে ভারত ও আফগানিস্তান উভয় দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে একটি ক্যাডেট কলেজে আত্মঘাতী হামলাসহ জঙ্গিদের হামলার একদিন পরই এ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় অন্তত দুইজন হামলাকারী নিহত হয়।

এর আগে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছিল, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ২০ জনকে হত্যা করা হয়েছে। রবিবার উত্তর ওয়াজিরিস্তানে আটজন ও দারা আদম খেলে আরও ১২ জন জঙ্গি নিহত হয় বলে জানায় সেনাবাহিনী।

এদিকে, তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনার তৃতীয় দফা ব্যর্থ হওয়ার জন্য ইসলামাবাদ ও কাবুল পরস্পরকে দোষারোপ করছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গত মাসে শুরু হওয়া আলোচনাটি সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর অনুষ্ঠিত হয়, যেখানে উভয়পক্ষের বেশ কয়েকজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হন।

টিটিপি সংগঠনটি আফগান তালেবানের সহযোগী হলেও আলাদা সংগঠন। ২০২১ সালে আফগান তালেবানের ক্ষমতায় ফেরার পর থেকেই টিটিপি নতুন করে শক্তি অর্জন করেছে। সংগঠনটির অনেক নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়।

ইসলামাবাদের এ হামলার একদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২০ জন আহত হন। মঙ্গলবার এক ভারতীয় কর্মকর্তা জানান, ঘটনাটি “সন্ত্রাসবাদবিরোধী আইন” অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তান প্রায়ই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতার অভিযোগ তোলে। চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়, যাদের বেশিরভাগই পর্যটক। সেই ঘটনার পর মে মাসে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চার দিনের গোলাগুলি, ড্রোন হামলা ও বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়।