রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ নভেম্বর ২০২৫, ৯:১৬ অপরাহ্ন
শেয়ার

নেপালের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ


Bangladesh

ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ভালো শুরু সত্ত্বেও গোল হজম করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বিরতিতে জামাল ভূঁইয়ারা পিছিয়ে আছেন ১-০ গোলে।

আজকের ম্যাচে কিউবা মিচেল ও কানাডা প্রবাসী শমিত সোমকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ জায়ান আহমেদ শুরু থেকেই সুযোগ পেয়েছেন। ম্যাচের শুরুতে দুই দলই মাঝমাঠের লড়াইয়ে ব্যস্ত থাকে, যদিও একাধিক কর্নার পেলেও সুবিধা করতে পারেননি জামালরা।

২৬তম মিনিটে প্রথম বড় সুযোগ আসে বাংলাদেশের সামনে। ফাহিমের পাসে রাকিব বলটি ফেরত দেন ফাহিমকেই, কিন্তু গোলমুখে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন তিনি। নেপালের গোলরক্ষক সহজেই বলটি ধরে ফেলেন।

তিন মিনিট পরই ম্যাচে এগিয়ে যায় নেপাল। পাল্টা আক্রমণে রোহিত চাঁদ নিচু শটে বল পাঠান বাংলাদেশের জালে। গোল খাওয়ার পর আক্রমণে কিছুটা গতি বাড়ালেও, বিরতির আগ পর্যন্ত গোলের দেখা মেলেনি লাল–সবুজদের।

প্রথমার্ধ শেষে স্কোরলাইন: বাংলাদেশ ০–১ নেপাল।