
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের সিলাকাপ জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং এখনও অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে টানা বর্ষণে পাহাড়ি ঢাল ধসে পড়ে তিনটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। আকস্মিক এই ধসের নিচে বহু ঘরবাড়ি চাপা পড়ে যায়।
দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে জীবিত উদ্ধার করেছেন এবং দুইজনের মরদেহ পাওয়া গেছে। নরম পাহাড়ি মাটি ও অনুকূলহীন আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি। তিনি বলেন, পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও ক্রেন, এক্সকাভেটরসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা আগেই চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। দেশে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মৌসুমি বর্ষার সময় ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধস প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে এসব দুর্যোগের মাত্রা ও ঘনত্ব দ্রুত বাড়ছে।
চলতি মাসের শুরুর দিকে পাপুয়া অঞ্চলেও হঠাৎ বন্যা ও ভূমিধসে ১৫ জন নিহত এবং আটজন নিখোঁজ হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ আরও তীব্র আকারে দেখা দিতে পারে।





























