রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ নভেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শেয়ার

দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী ঘটনা’ ঘোষণা করল ভারত সরকার


Delhi-Explusion

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী ঘটনা’ ঘোষণা করেছে দেশটির সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।

একই সময়ে পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদের আদালত চত্বরসহ সাম্প্রতিক দুটি আত্মঘাতী হামলায় আফগান নাগরিকরা জড়িত। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন- তাঁর দেশ ভারত ও আফগানিস্তান, দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত।

গত সোমবার লালকেল্লার কাছে বিস্ফোরণে ১৩ জন নিহত ও ২০ জন আহত হন। বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভা এই হামলাকে জঘন্য সন্ত্রাসী ঘটনা অভিহিত করে দ্রুত ও পেশাদার তদন্তের নির্দেশ দেয়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল আলোয় দাঁড়িয়ে থাকা একটি ধীরগতির হুন্দাই আই-২০ গাড়ি থেকে এ বিস্ফোরণ ঘটে। গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। ভিডিওতে বিস্ফোরণে আশপাশের কয়েকটি গাড়ি ধ্বংস হতে দেখা যায়।

এদিকে এনআইএ তিনজনকে সন্দেহজনকভাবে আটক করেছে, যারা ফরিদাবাদের আল ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। তাদের মধ্যে ডা. ওমর মোহাম্মদকে মূল সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।

দিল্লি বিস্ফোরণের সঙ্গে কাশ্মীরে সম্প্রতি আটক সাতজনের বা ফরিদাবাদে উদ্ধার ২৯০০ কেজি বিস্ফোরকের কোনো যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের তদন্তের প্রশংসা করে বলেছেন, ‘এটি স্পষ্টতই একটি সন্ত্রাসী হামলা, যেখানে বিস্ফোরকভর্তি গাড়ি ব্যবহার করা হয়েছে।’

অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের সাম্প্রতিক দুটি আত্মঘাতী হামলায় অংশ নেওয়া দুজনই আফগান নাগরিক। টিভিতে সম্প্রচারিত সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান।

একই দিন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, তাঁদের দেশ পূর্বে ভারত ও পশ্চিমে আফগানিস্তান- দুই দিকের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।