শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ নভেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
শেয়ার

বিহারে এনডিএ জোটের বড় জয়, মহাজোটের ভরাডুবি


Bihar election

বিহারে রীতিমতো ভূমিধ্বস জয়ের পথে এনডিএ জোট

ভারতের বিহার রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ–ফেরত সমীক্ষায় এনডিএ জোটের জয়ের যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, শুক্রবার ভোট গণনায় পাওয়া গেলো তারচেয়েও বড় ফল। বিহারে রীতিমতো ভূমিধ্বস জয়ের পথে এনডিএ জোট। যে জোটের বড় অংশীদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি ও বিহারের মূখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)।

২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ জোট ২০২টি আসনে জয় পেতে যাচ্ছে। বিপরীতে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস ও বাম দলসমূহের মহাজোট এগিয়ে আছে মাত্র ৩৫টি আসনে। অন্য দলগুলো মিলিয়ে এগিয়ে আছে ছয়টি আসন।

এই নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি ২০০৬ সাল থেকে বিহার বিধান পরিষদের সদস্য, যা নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হয় না।

অন্যদিকে মহাজোটের তরফ থেকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে যাকে সামনে আনা হয়েছিল, সেই তেজস্বী যাদবের অবস্থান ভোট গণনা জুড়ে ওঠানামার মধ্যে ছিল—মাঝে মাঝে তিনি এগিয়ে গেলেও কিছুক্ষণ পর আবার সামান্য পিছিয়ে পড়তে দেখা গেছে।

প্রবণতা বলছে, চূড়ান্ত ফল প্রকাশের আগেই বিহারের এই নির্বাচনে এনডিএর খুব বড় জয় নিশ্চিত হয়ে এসেছে, আর মহাজোটের সামনে দেখা দিয়েছে বড় ধরনের পরাজয়ের শঙ্কা।