নিক্ষেপের জন্য প্রস্তুত পরমাণু ক্ষেপণাস্ত্র সংখ্যার দিক থেকে আমেরিকাকে ছাড়িয়ে গেছে রাশিয়া। ২০০০ সালের পর এই প্রথমবার এ ক্ষেত্রে আমেরিকাকে অতিক্রম করল রাশিয়া।
মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, আমেরিকার ১,৬৪২টি পরমাণু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত অবস্থায় মোতায়েন রয়েছে। অন্যদিকে একই ধরনের ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে রাশিয়ার সংখ্যা একটি বেশি অর্থাৎ রাশিয়া মোতায়েন করেছে ১,৬৪৩ ক্ষেপণাস্ত্র।
নতুন সল্ট চুক্তি অনুযায়ী দেশ দুইটির মধ্যে বিনিময় করা তথ্যের ভিত্তিতে এ খবর দেয়া হয়েছে। এ চুক্তি অনুযায়ী প্রতি বছরের ১ সেপ্টেম্বরের আগে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রের তথ্য বিনিময় করা হয়। সূত্রঃ রেডিও তেহরান





























