শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ নভেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ন
শেয়ার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত


Hasina-India

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পর এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে (নোটেড)।”

ভারত জানায়, তাদের নিকটতম প্রতিবেশী বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে তারা। দুই দেশের দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে ভারত সব সময় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক, ভারতের লক্ষ্য থাকবে- বাংলাদেশের সব পক্ষের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা, যাতে দেশটির শান্তি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিশ্চিত হয়।