
২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতিতে আবারও হোঁচট খেল ব্রাজিল। ফ্রান্সের লিলেতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে কার্লো আনচেলোত্তির দল।
ম্যাচের ২৩তম মিনিটে আলি আবদির থ্রু পাস থেকে হাযেম মাসতৌরির গোলে তিউনিসিয়া এগিয়ে যায়। বিরতির ঠিক আগে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ব্রাজিলকে সমতায় ফেরান তরুণ তারকা এস্তেভাও- যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধে আরও সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ৭৮ মিনিটে আরেকটি পেনাল্টি পায় সেলেসাও। লুকাস পাকুয়েতা স্পট কিক থেকে সুযোগ নষ্ট করেন। ৮৮তম মিনিটে আরেকটি পেনাল্টির দাবি প্রত্যাখ্যাত হয়, আর শেষ মুহূর্তে এস্তেভাওয়ের শট পোস্টে লেগে ফিরলে জয় হাতছাড়া হয় সেলেসাওয়ের।
বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের জন্য এটি আবারও হতাশার ফল। গত মাসেই ৩–২ গোলে জাপানের কাছে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে অন্যান্য প্রীতি ম্যাচে সাদিও মানের হ্যাটট্রিকে সেনেগাল ৮–০ ব্যবধানে উড়িয়ে দেয় কেনিয়াকে। আইভরি কোস্ট ২–০ গোলে হারায় ওমানকে। মরক্কো ৪–০-তে উগান্ডাকে পরাজিত করে। উজবেকিস্তান ও ইরানের ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়; ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির ডিফেন্ডার আব্দুকদির খুসানভ।





























