রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৯ নভেম্বর ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার

ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন হামজা-মোরসালিনরা


Bangladesh

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ১–০ ব্যবধানে জিতেছে লাল-সবুজের দল। ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের একমাত্র গোলই বাংলাদেশকে এনে দেয় বহু প্রতীক্ষিত সাফল্য, যা আর শোধ করতে পারেনি ভারত।

এশিয়ান কাপের বাছাইপর্বে এটি বাংলাদেশের প্রথম জয়, আর ভারতের বিপক্ষে ফুটবলে এসেছে ২২ বছর পর বিজয়ের স্বাদ। এই অর্জন উদ্‌যাপনে ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের শেষ জয়টি ছিল ২০০৩ সালে ঢাকায় ২–১ গোলের ব্যবধানে। দুই দল এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে; আজকের জয়ে বাংলাদেশ চতুর্থবারের মতো সাফল্য পেল। সমতা ও পরাজয় ১৩টি করে ম্যাচে।

হামজা চৌধুরী ও শমিত সোমদের মতো নতুন প্রজন্মের ফুটবলারদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চেহারা। হংকংয়ের বিপক্ষে একটি ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ড্র হয়েছে; অন্যটি শেষ মুহূর্তে হেরে যায় দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচেও শেষ মুহূর্তের গোলে জেতা ম্যাচ ড্র হয়। এসব আক্ষেপের পর ভারতকে হারানোর আনন্দ তাই ছিল উচ্ছ্বাসে ভরা।