
ছবি: সংগৃহীত
শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের সকালে শততম টেস্টে সেঞ্চুরির বিরল গৌরব স্পর্শ করেন তিনি। তবে ইতিহাস রচনার পর আর বেশি দূর যেতে পারেননি। ব্যক্তিগত ১০৬ রানে থামল তাঁর স্মরণীয় ইনিংস।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে বিশ্বের মাত্র ১১তম ব্যাটার হিসেবে নিজের ১০০তম ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি গড়ার পর ম্যাথু হাম্প্রেসের বাউন্সারে লাফিয়ে উঠা বলে স্লিপে ধরা পড়েন তিনি। দ্বিতীয় স্লিপে থাকা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ডাইভ দিয়ে এক হাতের অসাধারণ ক্যাচ তুলে নেন, আর তাতেই শেষ হয় মুশফিকের স্মরণীয় ইনিংস।
২১৪ বলের ধৈর্যশীল ইনিংসটি সাজান তিনি মাত্র ৫টি চার দিয়ে। কোনো ঝুঁকি না নিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের ইনিংসকে টেনে নিয়ে যান সামনে। নিজের বিশেষ ম্যাচটিকে সত্যিই বিশেষ করে তুলেছেন অভিজ্ঞ এ ব্যাটার।
মুশফিকের বিদায়ে থামে লিটন দাসের সঙ্গে তার ১০৮ রানের মূল্যবান জুটি। এ উইকেটের পতনে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩১০/৫। লিটন দাস আছেন অপরাজিত অর্ধশতক তুলে নিয়ে, আর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে যোগ দেন মেহেদী হাসান মিরাজ।
শততম টেস্টে সেঞ্চুরির বিরল ইতিহাস গড়ে থামলেও ১০৬ রানের এই ইনিংস নিঃসন্দেহে মুশফিকের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।





























