শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ নভেম্বর ২০২৫, ৮:০২ পূর্বাহ্ন
শেয়ার

নাগরিকত্ব আইন সহজ করল কানাডা


Canada

ফাইল ছবি

নাগরিকত্ব আইনে যুগান্তকারী পরিবর্তন আনছে কানাডার সরকার। নতুন আইন বিল সি-৩ কার্যকর হলে বিদেশে জন্ম নেওয়া হাজার হাজার কানাডীয় বংশোদ্ভূত পরিবারের জন্য নাগরিকত্ব প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ হবে। দীর্ঘদিন ধরে চলা জটিলতা ও বৈষম্য দূর করার লক্ষ্যে এই সংস্কারকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডিয়াব বলেন, বিল সি-৩ পুরনো আইনের কারণে বাদ পড়া মানুষদের নাগরিকত্ব ফিরিয়ে দেবে এবং ভবিষ্যতের জন্য আরও সুস্পষ্ট ও আধুনিক নিয়ম প্রতিষ্ঠা করবে। নতুন আইনটি বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া শিশুদের পরিবারের জন্য ন্যায্যতা নিশ্চিত করবে এবং কানাডার নাগরিকত্বকে আরও শক্তিশালী করবে।

অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব কানাডা (আইআরসিসি) জানায়, ২০০৯ সালে চালু হওয়া ‘ফার্স্ট-জেনারেশন লিমিট’ বিধান অসংখ্য পরিবারের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছিল। এই নিয়ম অনুযায়ী, কোনো শিশু যদি বিদেশে জন্মায় বা দত্তক হয়, তবে তার কানাডীয় অভিভাবকও যদি কানাডার বাইরে জন্মগ্রহণ করে থাকেন, তবে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে কানাডার নাগরিকত্ব পেত না। তবে অভিভাবকদের মধ্যে অন্তত একজন যদি কানাডায় জন্মগ্রহণ করেন বা নাগরিকত্বপ্রাপ্ত হন, তাহলে সন্তান নাগরিকত্ব পেত।

এই জটিল বিধান বহু কানাডীয় পরিবারকে নাগরিকত্ব পেতে বাধাগ্রস্ত করে, যার ফলে অসংখ্য মানুষকে ‘হারানো কানাডিয়ান’ হিসেবে পরিচিত হতে হয়।

২০২৩ সালের ডিসেম্বরে অন্টারিও সুপিরিয়র কোর্ট এই ‘ফার্স্ট-জেনারেশন লিমিট’ নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করে। আদালতের রায়কে স্বাগত জানিয়ে ফেডারেল সরকার আপিল না করার সিদ্ধান্ত নেয়। এর ফলে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব থেকে বঞ্চিত ব্যক্তিরা অবশেষে নাগরিকত্ব পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন।

নতুন আইন বিল সি-৩ অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ‘সাবস্ট্যানশিয়াল কানেকশন টেস্ট’ চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো কানাডীয় অভিভাবক যদি প্রমাণ করতে পারেন যে তাদের সঙ্গে কানাডার যথেষ্ট ও দৃশ্যমান সম্পর্ক রয়েছে, তবে তারা বিদেশে জন্মানো বা দত্তক নেওয়া সন্তানকে নাগরিকত্ব দিতে পারবেন।

সরকারের দাবি, এই পরিবর্তন আধুনিক পরিবার কাঠামো, বৈশ্বিক চলাচল এবং বংশানুক্রমিক নাগরিকত্বের ন্যায্যতা নিশ্চিত করবে, একই সঙ্গে কানাডার নাগরিকত্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করবে।