শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ নভেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ন
শেয়ার

ভারত শান্তি চায়, তবে সীমান্ত নিরাপত্তায় কোনো আপস নয়: মোদী


ভারত শান্তি চায়, তবে সীমান্ত বা জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারত সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করে না বলেও দাবি করেন তিনি।

খবর এনডিটিভির।

অপারেশন সিন্দুরের প্রশংসা করে তিনি বলেন, পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে।

যদিও পাকিস্তানের সঙ্গে ওই যুদ্ধে ভারত সামরিকভাবে পরাজিত হয়েছে বলে মার্কিন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহীদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু আমরা আমাদের সীমান্তের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করি না।’

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি দাবি করেন, ‘ভারত সন্ত্রাসবাদকে ভয় পায় না, থামে না, নতি স্বীকার করে না। আজকের ভারত পূর্ণ শক্তি, সাহস এবং স্পষ্টতার সঙ্গে এগিয়ে চলেছে।’

সাম্প্রতিক একটি প্রসঙ্গ তুলে তিনি বলেন, আফগানিস্তান থেকে গুরু গ্রন্থ সাহিবের তিনটি প্রাচীন সংস্করণ ভারতে পৌঁছানো ছিল ‘ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত’। মোদি বলেন, তার সরকার শিখ ঐতিহ্যের সঙ্গে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক যোগসূত্র আরও দৃঢ় করতে ধারাবাহিকভাবে কাজ করছে।