শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪


hongkon-fire

ছবি: রয়টার্স

হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। খবর বিবিসির।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, নিহতদের মধ্যে রয়েছেন ৩৭ বছর বয়সী এক অগ্নিনির্বাপণ কর্মীও। এছাড়া আহত হয়েছেন আরও ৭৬ জন, যাদের ১১ জন ফায়ার সার্ভিসের সদস্য। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধ্বংসস্তূপে এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

গত বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের বাইরে স্থাপিত বাঁশের স্ক্যাফোল্ডিং থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা সংস্কারকাজে ব্যবহৃত সবুজ জালের আবরণে দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকে প্রায় দুই হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০–রও বেশি মানুষ থাকেন। অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রের বাইরে অনেকেই তাদের নিখোঁজ আপনজনের খোঁজে মরিয়া হয়ে অপেক্ষা করছেন।

স্থানীয় প্রশাসন নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি সেবাদল পরিস্থিতি মোকাবিলায় রাতদিন কাজ করে যাচ্ছে।

এদিকে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩৮.৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি হংকংবাসী আশ্রয়কেন্দ্রগুলোর পাশে পোশাক, জুতা, কম্বল, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করছেন।

গত ৭৭ বছরে হংকংয়ে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এর আগে ১৯৪৮ সালে একটি গুদামে আগুনে ১৭৬ জনের মৃত্যু হয়েছিল।