শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৯ নভেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার

সফটওয়্যার সমস্যায় বন্ধ হাজারো এয়ারবাস ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা


airbus

ফাইল ছবি

সফটওয়্যারের গুরুতর সমস্যার কারণে বিশ্বের বিভিন্ন দেশে এ–৩২০ সিরিজের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে এয়ারবাস। ফলে ছয় হাজারেরও বেশি এ–৩২০ বিমান হ্যাঙ্গারে পার্কিং, রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামতের জন্য অবস্থান করছে।

অক্টোবরে জেটব্লুর একটি ফ্লাইটে আকস্মিক উচ্চতা হ্রাসের ঘটনায় ১৫ যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে ৩০ অক্টোবর মেক্সিকোর ক্যানকুন থেকে নিউ জার্সিগামী জেটব্লুর আরেকটি বিমানে একই ধরনের ত্রুটি ধরা পড়ে, যা ট্যাম্পায় জরুরি অবতরণে বাধ্য করে। এসব ঘটনার অনুসন্ধানে বিমানের গুরুত্বপূর্ণ ‘এলিভেটর অ্যান্ড অ্যাইলরন কম্পিউটার’ (ইল্যাক)–এর সফটওয়্যারে ত্রুটির খোঁজ পাওয়া যায়। সফটওয়্যারটি তৈরি করেছে প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি কোম্পানি থ্যালেস।

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) জানায়, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তীব্র সৌর বিকিরণের কারণে ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের গুরুত্বপূর্ণ ডেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে জরুরি ভিত্তিতে সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে। প্রায় ছয় হাজার এ–৩২০ বিমানে এই আপডেট ইনস্টল করতে গিয়ে ফ্লাইট বন্ধ রাখতে হচ্ছে।

ইএএসএ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দ্রুত সফটওয়্যার আপডেটের নির্দেশ দিয়েছে, তবে সতর্ক করে বলেছে—এতে স্বল্পমেয়াদে ফ্লাইটে বিঘ্ন ঘটবে। যুক্তরাজ্যের বিমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষও জানিয়েছে, এ সমস্যার কারণে কিছু ফ্লাইট বিলম্ব ও বাতিল হতে পারে।

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ভ্রমণ মৌসুমে প্রায় ৫০০ যুক্তরাষ্ট্র-নিবন্ধিত এ–৩২০ বিমান সমস্যার মুখে পড়ে। শুধু আমেরিকান এয়ারলাইন্সেরই ২০৯টি এ–৩২০ বিমানে এই ত্রুটি পাওয়া গেছে। জাপানে এই বিঘ্নে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ হাজার ২০০ জনেরও বেশি যাত্রী।