
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের শিকাগোর পশ্চিমাঞ্চলীয় উপশহর ডাউনার্স গ্রোভে ব্রুকরিজ এয়ারপার্কে অবতরণের সময় একটি ছোট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও একমাত্র যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ডু-পেজ কাউন্টি শেরিফ অফিস।
শেরিফের দপ্তর জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সিঙ্গেল–ইঞ্জিন বিশিষ্ট বিমানটি রানওয়েতে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি উল্টে যায় এবং পূর্ব–পশ্চিমমুখী রানওয়ের পাশের একটি বাড়ির পেছনের উঠানে গিয়ে থেমে যায়।
দুর্ঘটনার সময় বিমানটিতে পাইলট ছাড়া আর কেউ ছিল না। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং আহত পাইলট ও যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেও বাসাবাড়িটির তেমন কোনো ক্ষতি হয়নি।
ব্রুকরিজ এয়ারপার্ক যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ধরনের আবাসিক এলাকা, যেখানে ঘরগুলোর সঙ্গে ব্যক্তিগত বিমান হ্যাঙ্গার সরাসরি রানওয়ের সঙ্গে যুক্ত থাকে। ফলে এখানে ব্যক্তিগত বিমান চলাচল নিয়মিতভাবেই হয়ে থাকে।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য অবহিত হয়েছে। তবে তদন্তের অগ্রগতি বা কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি সংস্থাটি।





























