রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ১৪ অক্টোবর ২০১৪, ৭:৩১ অপরাহ্ন
শেয়ার

১১৩ বছর বয়সে ফেসবুক


ana

অবিশ্বাস্য হলেও সত্যি, ১১৩ বছর বয়সের এক মহিলা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। আর এ কারণেই তার উপাধি ‘ওল্ডেস্ট টিনেজার’। মহিলাও এই উপাধিতে দারুণ খুশি। তার নাম অ্যানা স্টোয়ের।

অ্যানা ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ‘সম্ভাব্য সবচেয়ে বয়স্ক ব্যক্তি’।

তবে বিংশ শতাব্দির একবারে শুরুর দিকে জন্ম নেওয়া অ্যানাকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে কম বেগ পেতে হয়নি। ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে জন্ম তারিখের ঘরে নিজের আসল জন্ম তারিখটি বসাতে পারছিলেন না তিনি।

অ্যানার জন্ম ১৯০০ সালে আর ফেসবুকের দেওয়া অপসনগুলোর মধ্যে সর্বশেষ ১৯০৫ পর্যন্ত ছিল। আর এতেই বিপাকে পড়েন তিনি।

পরে ১৫ বছর কম দেখিয়ে অ্যাকাউন্ট করেন অ্যানা। আর এ কাজে সফল হওয়ায় এক বিক্রয় কর্মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। কারণ ওই কর্মী তাকে ই-মেইল করা ও গুগল ব্যবহার শিখিয়েছেন।

এখন অ্যানা তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যুক্ত হতে আইপ্যাডে ফেসবুক ব্যবহার করছেন।