শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ২৯ জানুয়ারী ২০১৩, ৪:৪০ অপরাহ্ন
শেয়ার

এশিয়ার জনপ্রিয় অভিনেতার পুরস্কার পেল লি মিন হো


অনলাইন প্রতিবেদক, ২৯ জানুয়ারী ২০১৩ সিউলঃ

 

কোরিয়ান অভিনেতা লি মিন হো (কোরিয়ান ভাষায় ই মিন হো) “বয়েজ ওভার ফ্লাওয়ার্স” ড্রামা সিরিয়ালের জন্য এশিয়ার সবচেয়ে জনপ্রিয় অভিনেতার পুরস্কার পেয়েছে। চীনের সুজোউতে অনুষ্টিত ১২তম চায়না ফ্যাশন অ্যাওয়ার্ডে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সাংহাই মিডিয়া গ্রুপ প্রতিবছর মিউজিক, ফিল্ম, ফ্যাশন, খেলাধুলাসহ বিভিন্ন বিভাগে এই পুরস্কার দিয়ে থাকে। এই পুরস্কারকে চীনের অন্যতম মুল্যবান পুরস্কার বলে বিবেচনা করা হয়।

 

লি মিন হো ২০০৯ সালে বয়েজ ওভার ফ্লাওয়ার্সে অভিনয়ের পর জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে পারসোনাল টেস্ট (২০১০), সিটি হান্টার (২০১১), ফেইথ (২০১২) এর মাধ্যমে কোরিয়া, জাপান, চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করেন।

(ইন্টারনেট অবলম্বনে)