অনলাইন প্রতিবেদক, ১৮ মার্চ ২০১৩:
অলিম্পিক ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ান কিম উনা আবারও বিশ্বসেরার মুকুটটি দখলে নিলেন। কানাডার লন্ডনে সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপের প্রমীলা এককে কিম সর্বমোট ২১৮.৩১ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭.৮৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন ইতালিয়ান ক্যারোলিনা কস্টনার। জাপানের মায়ো আসাডা হয়েছেন তৃতীয়, প্রাপ্ত পয়েন্ট ১৯৬.৪৭।

১০ মার্চ থেকে শুরু হওয়া আটদিনব্যাপী এ প্রতিযোগিতা গতকাল রবিবার শেষ হয়েছে।উল্লেখ্য, প্রতিযোগিতাটির বিশ্ব আসরে ২০০৯ সালেও শীর্ষস্থান দখল করেছিলেন কিম উনা। এছাড়া ২০১০ ও ২০১১ সালে পরপর দু’বার ২য় স্থান অধিকার করেন। ২০১০ সালের শীতকালীন অলিম্পিকে ভ্যানকুভারে ২২৮.৫৬ পয়েন্টসহ ফিগার স্কেটিংয়ের প্রমীলা এককে বিশ্বরেকর্ড গড়েন এ কোরিয়ান সুন্দরী।





























