শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৪ মার্চ ২০১৩, ১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

গ্যালাক্সী এস ৪ কোরিয়ার চেয়ে যুক্তরাষ্ট্রে দাম কম


অনলাইন প্রতিবেদক, ২৪ মার্চ, ২০১৩:

সম্প্রতি স্যামসাং বাজারে এনেছে গ্যালাক্সী এস ফোর। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারের এসেছে স্মার্টফোন জগতের নতুন এই সংযোজন। আগামী মাসে কোরিয়াতেও গ্যালাক্সী এস ৪ বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে স্যামসাং। তবে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের চেয়ে বেশি দামেই কিনতে হবে কোরিয়ানদের।

যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং গ্যালাক্সী এস ৪ পাওয়া যাচ্ছে ভ্যাটসহ ৭৪৮ ডলারে যা কোরিয়ান গ্রাহকদের কিনতে হবে ৮৩৫ ডলারে। তবে কোরিয়ান গ্রাহকদের আশার বাণীও শুনিয়েছে স্যামসাং। তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রিলিজ হওয়া মডেলে কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে কিন্তু কোরিয়াতে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে। তার সাথে ফ্রি সেবা হিসেবে থাকছে অতিরিক্ত একটি ব্যাটারী।