অনলাইন প্রতিবেদক, ১১ মে, ২০১৩:
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন-হে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি মোকাবেলা ও কোরিয়া উপদ্বীপে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করে যাওয়ার কথা পুনঃব্যক্ত করেছেন। কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউসে সৌজন্য সাক্ষাতের পর দুই নেতা এক যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেন। বিবৃতিতে ওয়াশিংটনের তরফে উত্তর কোরিয়ার মারমুখী আচরণ প্রতিহত করতে দক্ষিণ কোরিয়াকে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে।
দু’দেশের প্রধান কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য আরও সুসংহত করার অঙ্গীকার করেন। এছাড়া দু’দেশের মধ্যকার বানিজ্য সম্পর্ক, উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে পার্কের উদ্যোগ; জলবায়ু পরিবর্তন, উন্নয়নশীল দেশসমূহকে সহায়তা প্রদান, মধ্যপ্রাচ্য সংকট নিরসন ইত্যাদি ইস্যুতে সিউল কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ নিয়েও দুই নেতা আলোচনা করেন।
এদিকে, সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার পুরনো ফাঁদে পা না দেয়ার প্রতিজ্ঞা করেছেন পার্ক গুন-হে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই গণমাধ্যমকে পার্ক বলেন, “উত্তর কোরিয়া বরাবরই হুমকি-ধামকি দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত সেসব অসারের তর্জন-গর্জনই থেকে যাচ্ছে। ব্যাপারটা দিনদিন একটা সীমাহীন দুষ্টচক্রে পরিণত হচ্ছে যার ইতি টানার সময় এসেছে বলেই আমি মনে করি।”





























