শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ২৭ মে ২০১৩, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

কান শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতল কোরিয়ান তরুণ পরিচালক মুন


অনলাইন প্রতিবেদক, ২৭ মে ২০১৩:

কোরিয়ান তরুণ পরিচালক মুন বুইয়ং গুন কান ফিল্ম ফেস্টিভালের শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। ৩০ বছর বয়সী মুন পুরস্কার নেওয়ার সময় তার প্রতিক্রিয়ায় বলেছেন আমি বিস্মিত! এই পুরস্কার জিতব এমন আশা করিনি, আমি খুবই খুশি।

Moon Byoung-Gon
এই প্রথম কোন কোরিয়ান কান ফেস্টিভালের সেরা পুরস্কার জিতল। মুনের ‘সেইফ’ নামের ১৩ মিনিটের এই ফিল্ম মূলত একজন জুয়াডি এবং একজন কলেজ ছাত্রীকে ঘিরে। মুন সিউলের জুংআং বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন।