সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হয়ে যাওয়া দুই মিলিয়ন দিরহামের স্বর্ণ ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে দুবাই পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ছয়জন হংকংয়ের নাগরিককে।
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মুখোশধারী ব্যক্তিদের শনাক্ত করে দুবাই পুলিশ। পরে দুবাই ইন্টারন্যাশনাল সিটি চীনা ক্লাস্টারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছয়জন হংকংয়ের নাগরিকে আটক করে। আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। তারা হংকং থেকে গত ১৬ মার্চ ভ্রমণ ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আসেন।





























