গত জুলাই মাসে ইরান থেকে শতকরা ৩৮ ভাগ বেশি জ্বালানি তেল আমদানি করেছে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়। ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থনৈতিক খাত ও জ্বালানি তেলের ওপর মার্কিন অবরোধ সত্ত্বেও তেল রপ্তানি অব্যাহত আছে বলে ওই রিপোর্টে তথ্য প্রকাশ করা হয়।
রিপোর্টে বলা হয়, জুলাই মাসে দক্ষিণ কোরিয়া ইরান থেকে ৮ লাখ ১৫ হাজার ৪৪৭ টন অপরিশোধিত তেল নিয়েছে, যা গত বছরের এ সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
আর গত জুন মাসের তুলনায় জুলাই মাসে ৪৪ শতাংশ বেশি তেল নিয়েছে দক্ষিণ কোরিয়া। অর্থাত এ দুই মাসে কোরিয়া গড়ে দৈনিক ১ লাখ ৬৫ হাজার ৯৩৩ ব্যারেল তেল আমদানি করেছে।
দক্ষিণ কোরিয়ার মাত্র দু’টি কোম্পানি, এসকে এনার্জি ও হুন্দাই ওয়েলব্যাংক ইরান থেকে অপরিশোধিত তেল নিয়ে পরিশোধন করে।
গত বছরের শুরুর দিকে ভ্রান্ত অভিযোগে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের তেল বিক্রি ও মূল্যপ্রাপ্তির ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু এতে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলেও থেমে নেই; বরং এক হিসেবে দেখা গেছে, গত ইরানি অর্থবছরে দেশটি রেকর্ড পরিমাণ তেল রপ্তানি করেছে। সূত্রঃ রেডিও তেহরান





























