শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৬ অগাস্ট ২০১৩, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

পৃথিবীর দ্রুততম ইন্টারনেট স্পীড দক্ষিণ কোরিয়ায়


এলান খান চৌধুরী, ২৬ আগষ্ট, ২০১৩:

বরাবরের মতোই এবারো পৃথিবীর দ্রুততম ইন্টারনেট স্পীড দক্ষিণ কোরিয়াতে বলে জানিয়েছে আমেরিকার একটি ইন্টারনেট গবেষণা প্রতিষ্টান স্ট্যাটিস্টা। প্রতিষ্টানটি জানিয়েছে কোরিয়ার গড় ইন্টারনেট স্পীড ১৪.২ এমবিপিএস। যার মানে ২জিবির একটি মুভি ডাউনলোড করতে সময় লাগে মাত্র ২ মিনিট ২৬ সেকেন্ড। দক্ষিণ কোরিয়ার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। যার গড় ইন্টারনেট স্পীড ১১.৭এমবিপিএস। তৃতীয় অবস্থানে থাকা হংকংয়ের গড় ইন্টারনেট স্পীড ১০.৯ এমবিপিএস।

ChartOfTheDay_1065_South_Korea_and_Japan_Top_Internet_Speed_Ranking_n

প্রথম তিনটি স্থান এশিয়ার দখলে থাকার পরেই ইউরোপ এবং আমেরিকার আধিপত্য। চতুর্থ থেকে পর্যায়ক্রমে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, লাটভিয়া, চেক রিপাবলিক, সুইডেন, আমেরিকা এবং ডেনমার্কের অবস্থান। উল্লেখ্য, আমেরিকার গড় ইন্টারনেট স্পীড ৮.৬ এমবিপিএস। ইন্টারনেট অবলম্বনে।