রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ সেপ্টেম্বর ২০১৩, ৮:০৪ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় শিরোপা জিতলেন রাদভান্সকা


২২ সেপ্টেম্বর, সিউল:

কোরিয়া ওপেনের শিরোপা জিতেছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা। রোববার ফাইনালে তিনি ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে। এটা রাদভান্সকার ক্যারিয়ারে ১৩তম শিরোপা।গত মাসে রাদভান্সকার কাছে হেরেই ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছিলেন ২২ বছর বয়সী পাভলিউচেনকোভা।

A52121D9DD8AEC9EFCB077CE903AE_h424_w622_m2_q80_cNwtfEargদক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সেই হারের বদলা নেয়ার দিকেই এগুচ্ছিলেন তিনি। প্রথম তিন গেম হারলেও প্রথম সেট জিতে ঠিকই এগিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি টুর্নামেন্টের শীর্ষ বাছাইয়ের কাছে।

শিরোপা জিততে পেরে দারুণ খুশি ২৪ বছর বয়সী রাদভান্সকা, “কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা ছিল। প্রতিটি সেটেই কঠিন লড়াই হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মুহুর্তে আমি সামান্য একটু ভালো খেলেছি।”