শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৪ নভেম্বর ২০১৩, ১১:০০ অপরাহ্ন
শেয়ার

২০১৩ সালে সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত শব্দটি হচ্ছে ‘404’


অনলাইন প্রতিবেদক, সিউল, ১৪ নভেম্বর ২০১৩:

404-image-450

২০১৩ সালে সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত শব্দটি হচ্ছে ‘404’।

ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল সোমবার এ চমকপ্রদ তথ্য জানিয়েছে। 404 একটি গাণিতিক সংকেত যেটি কিনা ইন্টারনেটে কখনও কোন ওয়েবপেজ খুলতে সমস্যা হলে কম্পিউটার স্ক্রিনে ‘HTTP Error 404’ বাক্য আকারে দেখা যায়। যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক ‘গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটর’ প্রতি বছর ইংরেজী ভাষাভাষী দেশগুলোতে অনলাইন ও অফলাইনে সর্বাধিক ব্যবহৃত শব্দাবলির একটি তালিকা তৈরি করে থাকে। এ বছরের তালিকায় 404-এর পরের অবস্থানে আছে ‘ fail’। তৃতীয় স্থানটি ‘#’-এর, টুইটারের হ্যাশট্যাগ যা সম্প্রতি ফেসবুকেও চালু করা হয়েছে। আর চতুর্থ অবস্থানে রয়েছে পোপ ফ্রান্সিসের টুইটার আইডি ‘@Pontifex’।