চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী স্মার্ট চশমা বাজারে ছাড়বে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। এ লক্ষ্য সামনে রেখে স্যামসাং তাদের নিজস্ব স্মার্ট চশমা তৈরির জন্য চেষ্টা করছে। দেশটির সংবাদমাধ্যম কোরিয়া টাইমস সম্প্রতি তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গ্যালাক্সি গিয়ার নামের স্মার্ট হাতঘড়ি দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি স্মার্ট প্রযুক্তি জগতে প্রবেশ করে। পণ্যটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আগ্রহও পরিলক্ষিত হচ্ছে। এজন্যই প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী স্মার্ট প্রযুক্তি তৈরির দিকে মনোনিবেশ করেছে বলে অভিমত বিশ্লেষকদের।
মার্কিন কোম্পানি গুগলের তৈরি গুগল গ্লাস বাজারে আসার পর গ্রাহকদের মাঝে বড় ধরনের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছিল। এত দিন গুগল গ্লাসের তেমন কোনো বড় প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু এবার স্যামসাং বাজারে আনতে যাচ্ছে গুগল গ্লাসের মতোই স্মার্ট চশমা।
স্যামসাংয়ের এ পণ্যের মান ও সেবার ধরনের উপরই এর ভবিষ্যৎ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা। সূত্রঃ বণিকবার্তা।





























