শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৩ মার্চ ২০১৪, ১১:২৬ পূর্বাহ্ন
শেয়ার

এলজি জি৩ হবে পানি ও ধুলারোধী


সিউল, ১৩ মার্চ, ২০১৩:

পানি ও ধুলারোধী স্মার্টফোনের বাজারে প্রবেশ করছে এলজি। দক্ষিণ কোরিয়াভিত্তিক এ বহুজাতিক কোম্পানিটি নতুন মডেলের হ্যান্ডসেট দিয়ে বাজারে শক্ত অবস্থান ধরে রাখার উদ্যোগ নিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ইটিনিউজের একটি প্রতিবেদনে জানানো হয়, ইলেকট্রনিকস পণ্যের জায়ান্ট কোম্পানিটি এলজি জি৩ মডেলের ফোন বাজারে আনবে, যা পানি ও ধুলারোধী। কোম্পানিটির কর্মকর্তারা আশা করছেন, আগামী জুনে জি৩ মডেলের ফোন বাজারে ছাড়া সম্ভব হবে। এলজির পক্ষ থেকে জানানো হয়েছে এ সেটের ডিসপ্লে রেজুলেশন ২৫৬০দ্ধ১৪৪০পি, ৬৪ বিট প্রসেসর ও ক্যামেরা ১৬ এমপি।

LG-G3-conceptকয়েক দিন আগে গিজমোডো জার্মানির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুগল নেক্সাস৬ মডেল বাজারে ছাড়বে যা এলজি জি৩ ফোনের চেয়ে ‘লাইটওয়েট ভার্সন’ হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, গুগল কম মানের ক্যামেরা ও স্ক্রিন রেজুলেশন বেছে নিতে পারে। নেক্সাস৬ মডেলে থাকতে পারে ৮ বা ১৩ এমপির ক্যামেরা এবং ১৯২০দ্ধ১০৮০পি রেজুলেশন।

সনি পানি ও ধুলারোধী ফোনের বাজারে পথিকৃৎ হিসেবে নাম লিখিয়েছে। এছাড়া স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫ পানি ও ধুলারোধী ফোন রয়েছে। সূত্রঃ বণিকবার্তা।