শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১২ এপ্রিল ২০১৪, ১:০৪ অপরাহ্ন
শেয়ার

৩০ সেকেন্ডেই চার্জ হবে ফোন


সিউল, ১২ এপ্রিল ২০১৪:

ইসরায়েলের তেলআবিবে অনুষ্ঠিত মাইক্রোসফটের থিঙ্ক নেক্সট সম্মেলনে মাত্র ৩০ সেকেন্ডেই চার্জ হবে এমন ব্যাটারি প্রদর্শন করেছে দেশটির নতুন প্রযুক্তি কোম্পানি স্টোরডট। প্রদর্শনীতে চার্জ অভাবে বন্ধ হয়ে যাওয়া একটি স্যামসাং গ্যালাক্সি এস৪ স্মার্টফোনের ব্যাটারি ৩০ সেকেন্ডে ফুল চার্জ করে দেখানো হয়। খবর বিবিসির।

samsung-galaxy-camera-charger-kit-6-1024x1024স্টোরডটের প্রতিষ্ঠাতা ড. মায়েরসডর্ফ বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে জানান, সম্মেলনে শুধু এ ব্যাটারির মূল নমুনা প্রদর্শন করেছে স্টোরডট। তবে বাণিজ্যিকভাবে এ পণ্য বাজারে ছাড়ার জন্য আরো তিন বছর সময় লাগবে। আর বর্তমান বাজারে বিদ্যমান স্মার্টফোনে ব্যবহারের জন্য এ প্রযুক্তির ব্যাটারি আগামী এক বছরের মধ্যে বাজারে আনার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করা হয়। এ বায়ো-অর্গানিক প্রযুক্তির ব্যাটারির ধারণা ১০ বছর আগে প্রথম উদ্ভাবন করেন তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আলজেইমার্স নামক রোগের ওপর গবেষণা করতে গিয়ে এ ন্যানো-ক্রিস্টাল সম্পর্কে অবগত হন গবেষকরা।

স্টার্টআপ কোম্পানি স্টোরডট জানায়, ন্যানো-ক্রিস্টাল সহজে অপরিবর্তনীয় ও তেজস্ক্রিয়। আর ন্যানো-ক্রিস্টালের এ গুণকে কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে ৩০ সেকেন্ডে ফোন চার্জিংয়ের ব্যাটারি। তবে ব্যাটারির এ সক্ষমতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে বলে জানান মায়েরসডর্ফ। এছাড়া নতুন ডিভাইস উদ্ভাবনের জন্য ন্যানো-ক্রিস্টাল প্রযুক্তির ব্যবহারকে নতুন পদার্থ ও রসায়ন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে এ প্রযুক্তি মেমোরি চিপেও ব্যবহার করা হয়েছে বলে জানান স্টোরডটের প্রতিষ্ঠাতা। ফলে সাধারণ মেমোরি থেকে তিনগুণ দ্রুত গতিতে রাইট করা যায় এ মেমোরিগুলোয়। তবে এ ব্যাটারি উৎপাদন সাধারণ ব্যাটারির তুলনায় ৩০-৪০ শতাংশ বেশি ব্যয়বহুল হবে। এ ব্যাটারির নির্মাণ প্রক্রিয়া সাধারণ ব্যাটারির থেকে অধিক সহজ বলেও উল্লেখ করেন মায়েরসডর্ফ।