রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার

নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপার ৫৭তম জন্মদিন আজ


kanak-chapaবাংলা সঙ্গীতাঙ্গণের নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার ৫৭তম জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। ১৯৬৯ সালের আজকের এই দিনে ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর দাদার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই।

কনকচাঁপা দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র, আধুনিক, নজরুল সঙ্গীত ও লোকগীতে সমান পারদর্শিতা দেখিয়েছেন। তিনি তিন হাজারেরও বেশি চলচ্চিত্রগানে কণ্ঠ দিয়েছেন এবং ৩৫টি একক অ্যালবাম প্রকাশ করেছেন।

সংগীতের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিত কনকচাঁপা। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে স্থবির যাযাবর (২০১০), মুখোমুখি যোদ্ধা (২০১২) এবং মেঘের ডানায় চড়ে (২০১৬)। তিনি কিংবদন্তি কণ্ঠশিল্পী বশীর আহমেদের কাছে দীর্ঘদিন তালিম নিয়েছেন।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোমাকে চাই শুধু তোমাকে চাই, ভালো আছি ভালো থেকো, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, তোমায় দেখলে মনে হয়সহ অসংখ্য গান।

সঙ্গীতে অবদানের জন্য কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বাচসাস, দর্শক ফোরাম, প্রযোজক সমিতি পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন। সংগীতের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি।