শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ নভেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
শেয়ার

ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ


Train fire

মঙ্গলবার সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে

ময়মনসিংহের গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায গেছে, ময়মনসিংহ থেকে জারিয়াগামী ট্রেনটি গৌরীপুর পৌঁছানোর আগমুহূর্তে ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেনটি দ্রুত থামিয়ে সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন লেগেছে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি থেমে আছে। বিকল ইঞ্জিনটি পরিবর্তনের কাজ চলছে। কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে।