শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২০ নভেম্বর ২০২৫, ৮:০০ অপরাহ্ন
শেয়ার

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা


Tareque Rahman

ফাইল ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তিন বাহিনীর সদস্য, তাদের পরিবার এবং মহান স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান লিখেছেন, “সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।”

তিনি স্মরণ করিয়ে দেন যে ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। তাই এই দিনটি মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা এবং বিজয়ের স্মারক হিসেবে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তারেক রহমান বলেন, “নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলা দিয়ে সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। ৭১-এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম বীরত্ব ইতিহাসের উজ্জ্বল অধ্যায়।”

পোস্টে তিনি উল্লেখ করেন, “স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। বিশ্বশান্তি রক্ষায় তাদের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।”

তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর এই অবদান অব্যাহত থাকবে।

তারেক রহমান মনে করিয়ে দেন, “মহান স্বাধীনতার ঘোষক, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি নেন।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এগিয়ে যায়, যা বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তারেক রহমান গভীর সম্মানে স্মরণ করেন সাতজন বীরশ্রেষ্ঠকে- মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।

পোস্টের শেষে তিনি সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং লেখেন, “আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”