
সমাজের ন্যায়বিচার ও দিকনির্দেশনা মসজিদের মিম্বর থেকেই আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, দেশের ইমাম–খতিবদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। তারা যেন কারও করুণার পাত্র না হন-এটাই সমাজের প্রত্যাশা। তিনি জোর দিয়ে বলেন, “মসজিদের ইমামই সমাজের ইমাম হবেন; সেই দিনেই প্রকৃত মুক্তি আসবে।”
তিনি আরও বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের আলোকে আইন পরিচালনা করতে হবে। খতিব–ইমামদের পরামর্শে মসজিদ কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, ইসলামের নীতি–আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যবস্থায় স্থায়ী শান্তি আসবে না।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের জন্ম থেকে মৃত্যু—সব চরণেই ইমামরা আমাদের পথপ্রদর্শক। সমাজের ফয়সলাও তাই মসজিদের মিম্বর থেকে হওয়া উচিত।”





























