রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শেয়ার

সরকার তাড়াহুড়ো করে দু’টি আইন পাস করাতে চাচ্ছে: মির্জা ফখরুল


Mirza Fokhrul

মির্জা ফখরুল ইসলাম আলমগীর || ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অতি দ্রুততার সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ আইন পাশ করানোর চেষ্টা করছে। শুক্রবার (২৮ নভেম্বর) দলের সহ–দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন—সরকার সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও–সংক্রান্ত আরেকটি আইন দ্রুত পাস করাতে উদ্যোগী হয়েছে। তার দাবি, নির্বাচন সামনে রেখে এমন তাড়াহুড়ো সরকারের গোপন উদ্দেশ্যের ইঙ্গিত দেয় এবং এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে।

তিনি বলেন, “জনগণের সরাসরি অনুমোদন বা ম্যান্ডেট ছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের মত, জাতীয় সংসদ গঠনের পর বিস্তৃত আলোচনা ও যুক্তিতর্কের মধ্য দিয়ে এসব আইন করা উচিত।” তিনি সরকারকে এমন পদক্ষেপ থেকে সরে আসার আহবান জানান।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনকে ঘিরে জাতি এখন নতুন এক গণতান্ত্রিক পথচলার প্রতীক্ষায় রয়েছে। একই সঙ্গে তিনি মত প্রকাশের স্বাধীনতাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, “গণতন্ত্রে ফিরতে চাইলে ভিন্নমতের প্রতি সম্মান দেখানো জরুরি।”