শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ১ জুলাই ২০১৪, ১২:৩০ অপরাহ্ন
শেয়ার

মিলিয়ন ডলারের মোবাইল


সিউল, ১জুলাই ২০১৪:

3_82382মুঠোফোনের দাম মিলিয়ন ডলার! অভাবনীয় এ কথাটি শুনলে হচকচিয়ে উঠবেন অনেকেই! কিন্তু বাস্তবতা এটাই। গোল্ডফিশ নামের সাদা স্বর্ণ আর হীরায় মোড়ানো মোবাইলটি বাজারে আনে বিশ্ববিখ্যাত মোবাইল উৎপাদক প্রতিষ্ঠান নোকিয়ার সহযোগী প্রতিষ্ঠান ‘ভেরটু’। মোবাইলটি তৈরিতে ১৮ ক্যারেট সাদা স্বর্ণসহ ১২০ ক্যারেট হীরা ব্যবহার করা হয়েছে, যার বাজার মূল্য ১.৩ মিলিয়ন ডলার! ভেরটুর তৈরিকৃত ফোনগুলোর বেশিরভাগ এমন উচ্চমূল্য সম্পন্ন। সূত্র : ওয়ার্ল্ড রেকর্ড একাডেমি।