রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৫ জুলাই ২০১৪, ৩:২৮ পূর্বাহ্ন
শেয়ার

ফ্রান্সের বিদায়, জার্মানি সেমিফাইনালে


সিউল, ৫ জুলাই ২০১৪:
2399048_full-lnd
ইউরোপের দুই পরাশক্তির লড়াইয়ে জার্মানীকে আটকাতে পারেনি জিনেদিনে জিদানের’র ফ্রান্স। ০-১ গোলে পিছিয়ে থাকা ফ্রান্সের বেনজেমার শেষের দিকের ক্রমাগত আক্রমণ থেকেও গোল পায়নি ফ্রান্স। জার্মানির পক্ষে একমাত্র গোল করেন ৫নং জার্সিধারী খেলোয়াড় ম্যাট হামেলস। দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল।