মাত্র ৪২ বছরেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শেফালী জারিওয়ালা। হঠাৎই অসুস্থ হয়ে পড়ার পর তার স্বামী অভিনেত্রী পারাস টাইগি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবার এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। যদিও রিপোর্ট বলছে, অভিনেত্রীর মৃত্যু হৃদরোগের ফলেই হয়েছে।
কিন্তু মুম্বাই পুলিশের কাছে অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হলেন অভিনেত্রী নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য। তা জানতেই ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় ফরেনসিক টিম। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টার সময় ময়নাতদন্ত শেষ হলে সেই রিপোর্টেও ধোঁয়াশা কাটেনি। মুম্বাই পুলিশের পক্ষ থেকে এমনটাই ভারতের প্রায় সব গণমাধ্যমে জানানো হয়েছে।
শুক্রবার হাসপাতালে নেওয়ার পথেই মারা যান অভিনেত্রী। তার মৃত্যুর খবর চাউর হতেই শুক্রবার রাত থেকেই শোকের ছায়া নেমে আসে তার ভক্ত ও বিনোদন অঙ্গনে।
২০০২ সালে জনপ্রিয় ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে শেফালী ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর তিনি বেশ কিছু মিউজিক ভিডিও এবং রিয়েলিটি শোতে অংশ নেন। সর্বশেষ ২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-তে অংশগ্রহণের পর তিনি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।





















