মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৯ জুন ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

সারাদিনে এক চামচ ভাত খান সালমান


সালমান খান সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন মৌসুমের প্রথম পর্বে হাজির হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এদিন সালমান ছিলেন দারুণ মুডে, ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

এবার কপিল শর্মা, অর্চনা পুরণ সিং, নবজোৎ সিং সিধু, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক ও কিকু শারদার সঙ্গে মজার আড্ডায় নিজের জীবনযাপন ও পারিবারিক গল্প শোনালেন সালমান খান।

সম্প্রতি সিধুর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি অংশে সালমান জানান, তার বাবা সেলিম খান এখনও প্রত্যেকদিন হাঁটেন বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড পর্যন্ত।

সালমান বলেন, বাবা মনে করেন আমার খাওয়া কমে গেছে, কিন্তু বাবা তিনটে পরোটা, ভাত, মাংস আর মিষ্টি—দু’বেলাই খেয়ে ফেলেন। তার মেটাবলিজম, ডিসিপ্লিনটাই আলাদা। ৮৯ বছর বয়সেও সেলিম খানের এই রুটিনে পরিবার অত্যন্ত গর্বিত বলে জানান অভিনেতা।

নিজের ডায়েট সম্পর্কে বলতে গিয়ে সালমান খান বলেন, ‘আমি যা-ই খাই না কেন, বেশি খাই না। ধরুন, এক চামচ ভাত বা খুব বেশি হলে দেড় চামচ, সঙ্গে সবজি, আর তার সঙ্গে চিকেন, খাসির মাংস অথবা মাছ।’

একই সাক্ষাৎকারে সালমান খান জানান, ভারতে ‘জিম কালচার’ শুরু করার পেছনে তারও ভূমিকা ছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ পাওয়া যায়নি