রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩০ জুন ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু


malaysia-newsমালয়েশিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। মালয়েশিয়া তামপিন জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে তার নাম পরিচয় জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার বিকেলে দেশটির নেগরি সেম্বিলান রাজ্যের জেমাস জেলার একটি নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হন ওই বাংলাদেশি।

গত শুক্রবার এক বিবৃতিতে তামপিন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ জানতে পারে, কাম্পুং বাংকাহুলু সংলগ্ন নদীতে মাছ ধরার সময় একজন বাংলাদেশি তীব্র স্রোতে ভেসে গেছেন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। পরদিন শুক্রবার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের সহায়তায় আবারও তল্লাশি চালানো হয়।

একজন পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য তাম্পিন হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। ঘটনাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।