
কানাগলি
ভাবুন শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে এক নৃশংস সিরিয়াল কিলার, যার রেখে যাওয়া ভয়ংকর স্বাক্ষর পুলিশকে করেছে কিংকর্তব্যবিমূঢ়। এই শ্বাসরুদ্ধকর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’।
তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের (শ্যামল মাওলা) কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী?
আহমেদ জিহাদের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে শ্যামল মাওলার অনবদ্য অভিনয়ের পাশাপাশি দেখা যাবে আয়েশা খানকে। এছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ এবং নাজিবা বাশারের মতো গুণী শিল্পীরা।





















