ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত চারটি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে ফেনী আবহাওয়া অফিস। যা মৌসুমের সর্বাধিক বৃষ্টি। এদিকে মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি সড়ক ও এলাকা পানিতে তলিয়ে গেছে। শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড, একাডেমি রোড, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড ও পেট্রোবাংলা এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
বাসিন্দাদের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি দ্রুত নামছে না। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যানবাহনের সংকটে অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
এদিকে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে এবং চারটি স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে। পরশুরাম এলাকায় সিলোনিয়া নদীর পানিও বিপৎসীমায় রয়েছে। ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত চলছেই এবং এটি চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, “যেকোনো জরুরি পরিস্থিতিতে সরাসরি আমাকে ফোন দিতে পারেন। প্রশাসন প্রস্তুত রয়েছে।”




























