রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ জুলাই ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

বিএসএফের গুলিতে নিহত কৃষকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর


বিএসএফের গুলিতে নিহত কৃষকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

বাংলাদেশি কৃষক ইবরাহিম বাবুর (২৮) মরদেহ ৭ দিন পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কৃষক ইবরাহিম বাবু।

মঙ্গলবার (৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ।

বৈঠকে উপস্থিত ছিলেন ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহ দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই দুপুরে ইবরাহিম বাবু ঝাঁঝাডাঙা সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহত ইবরাহিম ঝাঁঝাডাঙা গ্রামের নুর ইসলামের ছেলে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান।