শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১২ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি আটক


malaysiaমালয়েশিয়ায় শতাধিক পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) বা ওয়ার্ক পারমিট নবায়ন করে এমন একটি অবৈধ সিন্ডিকেট চালাতেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

শনিবার (১২ জুলাই) অভিবাসন বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।

প্রথমে কুয়ালালামপুরের জালান পুডু এলাকার একটি অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়। তিনজনেরই নির্মাণ খাতের বৈধ ভিসা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩০টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি ইন্দোনেশীয় পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে একজন সিন্ডিকেটের মূল হোতা এবং অন্য দুইজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।

এই সিন্ডিকেট প্রতিটি ওয়ার্ক পারমিট নবায়নের জন্য জনপ্রতি আড়াই হাজার রিঙ্গিত থেকে ৬ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এবং প্রায় এক বছর ধরে কুয়ালালামপুরের আশেপাশে বিদেশি কর্মীদের লক্ষ্য করে এই কার্যক্রম চালাচ্ছিল। এই ঘটনায় আরও একজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য অভিবাসন অফিসে ডাকা হয়েছে।