
খুলনায় রেলক্রসিংয়ে আটকে থাকা একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, রাতে ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় রেললাইনে উঠে পড়া একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গেটম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, রেলক্রসিংয়ে উঠে পড়া ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় সেটি লাইনের ওপর আটকে যায়। ট্রেনটি ধাক্কা দিলে ট্রাকটি সামনে সরিয়ে নেয় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত এক বয়স্ক ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনায় আসার পথে এই দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে।




























