সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল দলটি। ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি।
তবে এই ম্যাচ শুধু জয়ের জন্য নয়, ব্যতিক্রমী এক ঘটনার জন্যও জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসে। সকাল থেকে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথমার্ধ অনুষ্ঠিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। কিন্তু অতিরিক্ত পানির কারণে দ্বিতীয়ার্ধ আর সেখানে সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর সিদ্ধান্ত হয়, ম্যাচের বাকি অংশ বসুন্ধরার অনুশীলন মাঠে হবে— যা দেশের ফুটবলে বিরল এক ঘটনা।
বাংলাদেশ এদিন একাদশে ৯টি পরিবর্তন এনে মাঠে নামে। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও সপ্তম মিনিটে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
ভেন্যু বদলে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল খেয়ে সমতায় পড়ে বাংলাদেশ। ভুটানের পক্ষে গোল করেন সাংগাই ওয়াংমো। তবে সেখান থেকেই জ্বলে ওঠেন শান্তি মার্ডি। কর্নার থেকে এক গোল এবং সতীর্থের ক্রস থেকে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
এ ছাড়া ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় মুনকি আক্তার একটি দুর্দান্ত একক প্রচেষ্টায় বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন।
শ্রীলংকা, নেপালের পর ভুটানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সর্বশেষ চ্যাম্পিয়নরা।





























